নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বান্ধাইখাড়া ইউনিয়ন ভ‚মি তফসিল অফিসের বারান্দায় পড়ে থাকা অবস্থায় ওই লাশ উদ্ধার করে আত্রাই থানা পুলিশ। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত বৃদ্ধটি ভিক্ষুক ছিলেন। এলাকায় বেশ কিছুদিন থেকে বিভিন্ন গ্রামে গ্রামে ভিক্ষা বৃত্তি করতেন।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ওই লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার নাম-পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন