রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে বিরল রোগে আক্রান্ত ১ বছর বয়সী নুসরাত জাহান বাঁচতে চায়। শিশুটি জন্মের পর থেকে মাথা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। অনেক অর্থ ব্যয় করে চিকিৎসা গ্রহণ করালেও তেমন উন্নতি হয়নি। বর্তমানে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জানা গেছে, গত প্রায় ১৩ বছর আগে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত মঙ্গলীয়া গ্রামের আহমদ আলীর মেয়ে রুবি আকতারের সাথে পার্শ্ববর্তী পতœীতলা উপজেলার বৃষ্টিপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে এরশাদের সাথে বিয়ে হয়। বিয়ের পর প্রথম সন্তান রেশমা জন্ম গ্রহণ করে। যার বয়স প্রায় ৯ বছর এবং সে স্বাভাবিক ও সুস্থ। বর্তমানে রেশমা একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করছে। গত ২০১৭ সালে রুবি আক্তার দ্বিতীয় সন্তান হিসেবে নুসরাত জাহানকে জন্ম দেয়।
জন্মের পর থেকে নুসরাতের মাথা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। এদিকে অস্বাভাবিক শিশু জন্ম দেওয়ায় রুবি আক্তার কে তার শ্বশুর বাড়ীর লোকজনের বকাঝকা ও কটুক্তি শুনতে হয়। বাধ্য হয়ে রুবি তার স্বামী এরশাদকে নিয়ে মঙ্গলীয়া গ্রামে বাবার বাড়ীতে চলে আসে। বর্তমানে তার স্বামী এরশাদ অন্যের বাড়ীতে কাজ করে কোন রকমে দিনানিপাত করছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু রাইহান আল বেরুনী বলেন, শিশুটি হাইড্রোকেফোলার রোগে আক্রান্ত হতে পারে। ঢাকা নিউরো সায়েন্স ইন্সটিটিউট এ চিকিৎসা করা গেলে সে সুস্থ ও স্বাভাবিক হতে পারে। এব্যাপারে অসহায় শিশু নুসরাত জাহানের মা রুবি আক্তার বলেন,ইতোমধ্যে অনেক টাকা চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে। ঢাকা গিয়ে চিকিৎসা করার মতো তার পরিবারের কোন সামথ্য নেই।
তাছাড়া যা কিছু অর্থ ছিল মেয়ের চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছে। এমতাবস্থায় তার অসহায় শিশু নুসরাত জাহানের চিকিৎসার জন্য সরকারের আর্থিক সাহায্য কামনা ও সমাজের সুহৃদয়বান বিত্তশালীদের এগিয়ে আসার জন্য জোর অনুরোধ করেছেন। রুবি আক্তারের ব্যবহৃত মুঠোফোন নম্বর ০১৭২৬৬২৫৪১২ এতে সাহায্যের জন্য বিনীত অনুরোধ করেছেন। ধামইরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা বলেন,শিশুটি তার মা তার দপ্তরে এসেছিল। শিশুটিকে প্রতিবন্ধি জরীপের আওতায় এনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
একটি মন্তব্য পোস্ট করুন