বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ট্যুইটারের বিশাল পরিবার থেকে রাতারাতি চার লাখ ৪০ হাজারের বেশি ফলোয়ার বিদায় নিল। একই ঘটনা ঘটল শাহরুখ খান এবং সালমান খানের ক্ষেত্রেও। তাঁদেরও রাতারাতি যথাক্রমে তিন লাখ ৬২ হাজার ১৪১ এবং তিন লাখ ৪০ হাজার ৮৮৪ ফলোয়ার কমে গেল।
ট্যুইটার স্যানিটেশন বা শুদ্ধিকরণের উদ্দেশ্যে দীর্ঘদিন বন্ধ থাকা কিংবা আটক হয়ে যাওয়া অ্যাকাউন্ট ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু তারকা এবং সিনেমা জগতের বহু বিখ্যাত ব্যক্তিত্বের ফলোয়ারদের সংখ্যায় ভাটা দেখা দিয়েছে।
সোশালব্লেড.কম, যারা নিয়মিত ট্যুইটার অনুরাগীদের সংখ্যা মাপে তারা জানিয়েছেন আমির খান তিন লাখ ১৬ হাজারের বেশি ফলোয়ার হারিয়েছেন এবং অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া তিন লাখ ৫৪ হাজার ৮৩০ জন ফলোয়ার হারিয়েছেন এবং দীপিকা পাডুকোন হারিয়েছেন দুই লাখ ৮৮ হাজার ২৯৮ জন ফলোয়ার।
এই সপ্তাহের শুরুতেই ট্যুইটারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তারা সমস্ত লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট মুছে ফেলবে। এই পদক্ষেপ হাই-প্রোফাইল বিভিন্ন মানুষদের মধ্যে বেশি সমস্যা সৃষ্টি করবে বলেই মনে করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন