প্রতিনিধি নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে ধান বোঝায় ট্রাক্টর চাপা পড়ে আছমা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছমা উপজেলার ঘোষপাড়া গ্রামের লাল মোহাম্মদ লাল্টুর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে আহসানগঞ্জ হাট থেকে ধান বোঝায় একটি ট্রাক্টর আত্রাইয়ের আসছিল। পথের মধ্যে জাত আমরুল ব্রিজে ওঠার সময় ট্রাক্টরটি লোড টানতে না পেরে পেছন দিকে নেমে আসে। ওই সময় পেছন থেকে আসা একটি যাত্রী বোঝায় ভ্যানের ওপর উঠে পরে ট্রাক্টরটি। এতে ভ্যানে থাকা যাত্রী গৃহবধূ আছমা খাতুন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন