নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কের জেলখানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জয় (১৫) নামে এক কিশোরের নিহত হয়েছে। এ ঘটনায় জয়ের চাচা মনসুর আলী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৮ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় সদর উপজেলার দিঘীরপার রামরায়পুর গ্রামের হোসেন আলীর ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, সন্ধ্যায় চাচা মনসুর আলী এবং ভাতিজা জয় জেলার বদলগাছি উপজেলা থেকে মোটরসাইকেল নিয়ে বাইপাস হয়ে নওগাঁ সদরে আসছিলো। পথে জেলখানা মোড় এলাকায় টেম্পুর সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জয়ের মৃত্যু হয়। এ ঘটনায় চাচা মনসুর আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রমেক) হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে পরিবারের কাছে মহদেহ হস্তান্তর করা হয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন