সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে এক কিশোর প্রায় ১০দিন নিখোঁজ হয়েছে। জানা গেছে, সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের আদিল হোসেন রতনের ছেলে কারিফ (১৩)। গত ২৩ জুন ২০১৮ইং তারিখে সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশি সাইদুর রহমান মোনার ছেলে শুভ”র সাথে বাহিরে যায়। তারপর তাদের ২জনকেই অনেক খুজাঁখুজি করে সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ গত ২৫-০৬-১৮ইং তারিখে সকাল ১১টায় শুভ বাড়ি ফিরে আসলেও কারিফের সন্ধান মেলেনি। এতে নিখোঁজ হওয়া কারিফের পরিবার চরম দুশ্চিন্তায় রয়েছে। নিখোঁজের ঘটনায় আদমদীঘি থানায় জিডি করা হয়েছে। তার সন্ধান পেলে থানায় অথবা ০১৭৩৩-৫৩২৩২৭ ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.