নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“স্বয়ং সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, সহকারী মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সুবৎ চন্দ্র, পতœীতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারন কর্মকর্তা আলহাজ্ব জয়নাল আবেদীন, সাংবাদিক দিলিপ চৌহান, মৎস্য চাষী দিলিপ চক্রবর্তী, মনোরঞ্জন হাজরা সহ অন্যান্য সাংবাদিক, মৎস্যচাষী, মৎস্যজীবি প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা চত্বরের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget