তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কৃষি অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ কামরুজ্জামান, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুবুর আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনিছার রহমান প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ২৫টি ফলদ বৃক্ষের স্টল স্থান পায়।
একটি মন্তব্য পোস্ট করুন