নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলার আমন্ত বাজার এলাকা থেকে মোঃ আনোয়ার ( ৩৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। আনোয়ার উপজেলার কইত্তখন্ড সরকার পাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহুরুল হক বলেন, শুক্রবার সকালে আমন্ত বাজার এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন