মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের শিকারপুর ক্যাম্পের সদস্যরা সোমবার দুপুরে সীমান্তবর্তী একটি মাঠ থেকে ২ কেজি গাঁজাসহ খ্য়ারুল ইসলাম (২৪)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটক খ্য়ারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বেদে বাহাদুরপুর গ্রামের আইযুব আলীর ছেলে।
বিজিবি শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মোঃ মুকুল হোসেন হোসেন জানান,গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা নিয়ে ২৮এর ২ এস পিলারের নিকট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে শিকারপুর পশ্চিমপাড়া মাঠে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ খায়রুল ইসলামকে আটক করা হয়।আটক খায়রুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন