ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ওই কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ (১৮ থেকে ২৪ জুলাই) পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো.আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মো.মকছেদ আলী প্রামানিক,সাংবাদিক মোজাম্মেল হক,আব্দুল আজিজ,আব্দুল্লাহ হামিদী,আব্দুল মালেক,হারুন আল রশীদ,আবু মুসা স্বপন,মাসুদ সরকার,আব্দুল কাদের প্রমুখ। সম্মেলনে মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হান্নান জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন