নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার বিলসতি বিলে প্রায় ১ কোটি টাকা মূলের ১৫ হাজার ৩শ ৫০ মন পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় স্থানীয়দের উদ্যোগে উপজেলার হাট কালুপাড়া ইউনিয়নের ৯শ ৩৩ একর জলাশয়ে এ মাছ অবমুক্ত করা হয়েছে। এ সময় মাছ চাষ প্রকল্পের সভাপতি ওয়াজেদ আলী সরকার, মৎস্য জিবি সমিতির সভাপতি জমিল প্রমানিক, রমজান শেখ, আব্দুল জব্বার, আফজাল প্রমানিক, হাবিবুর রহমান প্রমানিক, শ্রী সত্তেন, শ্রী হারু, শ্রী দিলিপসহ প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় বিলের চার পাশের প্রায় সাড়ে ৫ হাজার সদস্য রয়েছে। প্রকল্পের সদস্যরা জানান, আগে বর্ষা মৌসুমে এ বিল পতিত থাকতো। সেখানে এখন মাছ চাষের মাধ্যমে খড়া মৌসুমে বিলের জমিতে বিনা সেচ খরচে ফসল ফলানোসহ আর্থিক ভাবে লাভবান হওয়া যাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.