নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এস এম হাবিবুল হাসান নতুন এসিল্যান্ড হিসাবে যোগদান করেছে। রবিবার সকালে জেলার মান্দায় উপজেলায় ১৪টি ইউনিয়নের সেবা প্রদানের লক্ষে মহাদেবপুর উপজেলায় মাত্র ৯মাস কর্মব্যাস্ত থেকে এই মান্দার ভিআইপি উপজেলাতে যোগদান করেলেন এস এম হাবিবুল হাসান। মান্দা বাসী ভুমি বিভাগে ই সেবায় আপনার সফলতা ও প্রত্যাশা করে কর্মক্ষেত্রে আপনার সাফল্য কামনা করছে।
একটি মন্তব্য পোস্ট করুন