রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব শহীদুল্লাহ মিঞা’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে রাণীনগর উপজেলা আ’লীগের উদ্দ্যোগে দলীয় কার্যালয়ের সামনে স্মরন সভা অনুষ্টিত হয়।
রাণীনগর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারিক মোল্লার সভাপতিত্ব স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আ’লীগের সভাপতি মো: আব্দুল মালেক এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম, নওগাঁ জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাকিল আহম্মেদ বাদল, রাণীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, মরহুম শহীদুল্লাহর ছেলে মো: জারজিস হাসান মিঠু প্রমুখ। বক্তারা মরহুম শহীদুল্লাহর রাজনৈতিক ও ব্যক্তি জীবনের ভূয়সী প্রশংসা করে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন