নওগাঁয় জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বর্ক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

ওগাঁ  প্রতিনিধি: নওগাঁয় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৮ উপলক্ষে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জেলা পর্যায়ে বিষয়ভিত্তিক বর্ক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিদ্যুৎ বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে শনিবার বেলা ১১টা থেকে দিনব্যপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার ১১টি উপজেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী মোট ২২ জন প্রতিযোগি “ নবায়নযোগ্য জ্বালানী, জ্বালানী দক্ষতা ও জ্বালানী সংরক্ষণ” বিষয়ক এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী গোলাম রাব্বী ও কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো: মেহেরনুল ইসলাম বিচারক হিসেবে দায়িত্ব পালণ করেন। প্রতিযোগিতায় মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারী কলেজের শিক্ষার্থী তাসনুভা রুবাইয়া সিনথিয়া প্রথম, নওগাঁ সরকারী কলেজের শিক্ষার্থী জঈফা আখতার জুহি দ্বিতীয় এবং সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শর্মি আকতার তিথি তৃতীয় স্থান লাভ করেছে।
পরে পুরস্তার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুবুর রহমান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাড়ের নির্বাহী প্রকৌশলী মো; রুহুল করিম।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget