প্রতিনিধি নওগাঁ: নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে পত্নীতলা থানা চত্বরে মোবাইলে ফোনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন এমপি।
এসময় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, যুগ্ন সাধারন সম্পাদক ইসরাফিল আলম এমপি, মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি, বিজিবি-১৪ কম্পানি কমান্ডার লে. কর্ণেল খিজির খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. একেএম ফজলে রাব্বী বকু, সাবেক এমপি শাহিন মনোয়ার হক, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, বিজিবি-১৬ কম্পানি কমান্ডার লে. কর্ণেল খাদিমুল বাশার, গণপূর্ত প্রকৌশলী ওসমান গণি, নওগাঁ সিভিল সার্জন ডা: মুনিমুল হকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পত্নীতলা থানার ৬ষ্ঠ তলা ভিতের ভিতসহ দ্বিতীয় তলা থানা ভবন প্রায় চার কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৪২ টাকা ব্যায়ে নির্মাণ করা হবে। কাজটি করছেন নওগাঁ শহরের বিশিষ্ট ঠিকাদার মেসার্স মাসুমা বেগম এর স্বত্ত¡াধিকারী মোস্তাফিজুর রহমান টুনু।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.