মো: কায়েস উদ্দিন, নওগাঁ: নওগাঁয় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টা থেকে স্থানীয় একটি হোটেলে জেলা হোটেল ও রেঁ¯েতারা মালিক সমিতির সহযোগিতায় জেলা খাদ্য বিভাগ, জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটি’র উদ্যোগে জেলার হোটেল ও রেঁস্তোরা মালিক ও শ্রমিকদের সাথে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।
জেলা খাদ্য কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯িহত ছিলেন জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিরাপত্তা ব্যবস্থপনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান।
মতবিনিময়সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ মুমিনুল হক, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শামসুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং জেলা হোটেল রেঁস্তোরা মালিখ সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু বক্তব্য রাখেন।
এ সভায় স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ, ভোক্তা অধিকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, হোটেল মালিক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হোটেলসমুহে মানুষের নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হোটেল শ্রমিকদের প্রশিক্ষনের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক অবিলম্বে হোটেল শ্রমিকদের প্রশিক্ষনের আয়োজন করার কথা উল্লেখ করেন।
একটি মন্তব্য পোস্ট করুন