ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশের ন্যায় এ উপজেলায় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে উপজেলা সদরে র্যালী বের করা হয়। র্যালীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া,সহকারী কমিশনার (ভ‚মি) আলপনা ইয়াসমিন,থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ। পরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বড় পর্দার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এ কর্মসূচী উদ্বোধন করেন। এব্যাপারে উপজেলা বনবিট কর্র্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক বলেন,মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রীর এ বৃক্ষরোপন কর্মসূচী সফল করার লক্ষে উপজেলা বনবিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৫ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন