রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁয় শিশুদের নিয়ে কাজ করা সংঘঠন বরেন্দ্র রেডিও চাইল্ড ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার বিকেলে বরেন্দ্র রেডিও হল রুমে উপদেষ্টা মন্ডলীর উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে রাফিউজ হুমায়ন খান মোমিতকে সভাপতি ও শারমিন সুলতানা শশীকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মরিয়ম বিনতে হামিদ, রিফা তমালি তমা, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আরাফাত রহমান আনন্দ, ফুয়াদ হোসেন লিংকোন, প্রচার সম্পাদক আসওয়াদ এলাহী শিথিল, গবেষণা সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক শামিম ইকবাল সনি, অর্থ সম্পাদক সুব্রত কিশোর হালদার, প্রকাশনা সম্পাদক সুষ্মিতা সাহা, পাঠাগার সম্পাদক আলামিন হোসেন, সংস্কৃতি সম্পাদক মাহবুব মিশু, তথ্য বিষয়ক ও প্রযুক্তি সম্পাদক চাষী সঞ্জয় বর্মন এছাড়া কার্যকরী সম্পাদক রশ্নি, সাকিব,তাহসিন, ফারদিন, সিনহা এবং শাহরিয়ার ইমন অনিক। কমিটিতে উপদেষ্ঠা হিসেবে আছেন, বরেন্দ্র রেডিও”র চেয়ারম্যান সোহেল আহমেদ, ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার, পোগ্রাম প্রডিউসার রিফাত হোসাইন সবুজ, চীফ নিউজ এডিটর শাহরিনা সুলতানা জুঁই, সাংবাদিক ও কলামিষ্ট এবিএম রফিকুল ইসলাম এবং কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাসমত আলী।
একটি মন্তব্য পোস্ট করুন