মোঃ রাসেল ইসলাম, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে গোষ্ঠীগত দাঙ্গার সৃষ্টি হয়েছে।এতে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ৩ জন আহত হয়েছে। ১জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েদেয়া হয়েছে।বাকি দুইজন নাভারন হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানায় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদখালী হাসেমের চায়ের দোকানে বিল দেয়ানেয়াকে কেন্দ্রকরে নিকিরী গোষ্ঠির আব্দুর রহিমের ছেলে রনির সাথে চাষা গোষ্ঠির আলতাফ হোসেনের ছেলে সাগরের সাথে কথা কাটাকাটি হয়।
এর জেরধরে রবিবার (২২জুলাই) সকালে সাগরের নেতৃত্বে ১০-১২ জন যুবক নিকারি গোষ্ঠির ওপর আচমকা হামলা করে, এতে রহমান নিকারির স্ত্রী আয়শা বেগম(৪৫) ছেলে মহিদুল ইসলাম (১৮) ও আব্দুল খালেকের ছেলে মেহেদী হাসান (২৫) আহত হয়। মেহেদীকে নাভারন হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.