সান্তাহারে বিদ্যুৎ বিল বকেয়ার দায়ে ১১ জনের বিরুদ্ধে মামলা, সংযোগ বিচ্ছিন্ন ও ২টি মিটার জব্দ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ২টি মিটার জব্দ করা হয়েছে। গত সোমবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়া বিদ্যুৎ বিভাগের চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দমদমা গ্রামের সাবেক ইউপি সদস্য আতাউর রহমানসহ ১১জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা।
এসব বিদ্যুৎ গ্রাহকদের ৩লাখ ১৩হাজার ১২৫টাকা বিদ্যুৎ বিল বকেয়ার দায়ে তাদের বিরুদ্ধে পৃথক বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র সুত্রে জানাযায়, সান্তাহার বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ কেন্দ্রের আওতায় বিল বকেযার দায়ে সান্তাহার পৌর এলাকার বশিপুর রোডের মোয়াজ্জেম হোসেনের ২৬ হাজার ৫৬২ টাকা, বশিপুরের আবু সাইদের ১৮ হাজার ৫৬৫ টাকা, সান্তাহার দমদমা গ্রামের খায়রুল বাসারের ১৫ হাজার ২১৯ টাকা, কলাবাগানের হাবিবৃুর রহমানের ১লাখ ৭১হাজার ৭০ টাকা, সাহাপুরের জিকরুল ইসলামের ২৬হাজার ৪৩৭টাকা, আদমদীঘির শিয়ালশন গ্রামের বিদ্যুত গ্রাহক খলিলুর রহমানের ১০হাজার ১৮১ টাকা,ভাইভাই ওয়েল্ডিংয়ের ৯হাজার ৫০৪টাকা, ডহরপুরের আব্দুল মান্নানের ৯হাজার ৫৮১ টাকা, ইন্দইলের আব্দুল মজিদের ৩৬ হাজার ৬টাকাসহ সর্বমোট ৩লাখ ১৩হাজার ১২৫টাকা বকেয়া থাকায় তাদের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। দমদমা গ্রামের সাবেক ইউপি সদস্য আতোয়ার রহমান ও তার ভাই অহিদুল ইসলাম অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দায়ের করা হয়েছে। এসময় সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মামুন হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রেজানুর রহমানসহ আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget