আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ হাসপাতালে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের (বিক্রয় প্রতিনিধিদের) দৌরাত্ম্য অব্যাহত রয়েছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে তাদের কোম্পানির ওষুধ লেখা আছে কি না তা দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন তারা।
প্রতিদিন একের পর এক রিপ্রেজেনটেটিভকে প্রেসক্রিপশন দেখাতে দেখাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন রোগীরা। কখনো কখনো নারীরাও হচ্ছেন বিব্রত।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ড শুরু হওয়ার আগেই ওয়ার্ডগুলোতে গিয়ে হাজির হন রিপ্রেজেনটেটিভরা। সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে সাক্ষাৎ শেষ করে বের হন। বিভিন্ন ওষুধ কোম্পানির বেশির ভাগ বিক্রয় প্রতিনিধি এসব কর্মকান্ডে জড়িত।
অভিযোগ রয়েছে, যখন কোনো চিকিৎসক রোগী দেখায় ব্যস্ত থাকেন, মাঝে মধ্যে তখনো বিক্রয় প্রতিনিধিরা চিকিৎসকের সাথে বিভিন্ন অজুহাতে সাক্ষাৎ করছেন অনায়াসে। ফলে রোগী দেখা বাদ দিয়ে কিছু চিকিৎসক ওষুধ কোম্পানির বিক্রিয় প্রতিনিধিদের বেশি সময় দিয়ে থাকেন।
সরেজমিন হাসাপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসকের চেম্বার থেকে কোনো রোগী বেরিয়ে এলেই তাকে ঘিরেধরছেন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। রোগীদের প্রেসক্রিপশন নিয়ে তাদের কোম্পানির ওষুধ লেখাআছে কি না তা দেখতে কাড়াকাড়ি শুরু করেন। শুধু একজন নয়, একাধিক বিক্রয় প্রতিনিধি প্রেসক্রিপশননিয়ে টানাহেঁচড়া করছেন। এ সময় তারা মোবাইল ফোনে প্রেসক্রিপশনের ছবি তুলে নিচ্ছেন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তারা কিছুই জানেন না।
একটি মন্তব্য পোস্ট করুন