নওগাঁয় ফার্মাস ব্যাংকের নতুন বুথ উদ্বোধন করা হয়েছে

আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ফার্মাস ব্যাংকের ব্যবসায় উন্নয়নে গ্রাহক সমাবেশ ও নতুন একটি বুথ উদ্বোধন করা হয়েছে। গত শনিবার (২১ জুলাই) দুপুরে শহরের বড় বাজার এলাকায় অবস্থিত ফার্মাস ব্যাংক নওগাঁ শাখায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: এহসান খসরু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহসান খসরু বলেন ফার্মাস ব্যাংকের নাম পরিবর্তন করতে যাচ্ছেন তারা। খুব শীঘ্রই পত্রিকার মাধ্যমে নতুন নাম আহবান করা হবে। অতীত কালীমা মুছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে জানান তিনি।
দক্ষ ব্যবস্থাপনা, সুসাশন, উন্নত গ্রাহক সেবা ও আমানতকারীদের নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করে ব্যাংকের বর্তমান অবস্থা তুলে ধরেন এমডি এহসান খসরু।


অনুষ্ঠানে ফার্মাস ব্যাংকের নওগাঁ শাখার ব্যাবস্থাপক ইলিয়াস আহমেদ চৌধুরীসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। সমাবেশের আগে নওগাঁয় ফার্মাস ব্যাংকের একটি এটিম বুথ উদ্বোধন করেন সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget