নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা সদরে অবস্থিত ১৬ বিজিবি পরিচালিত সীমান্ত পাবলিক স্কুলের চলতি বছর অনুষ্ঠিত পিএসসি ও জেএসসি পরীক্ষায় এসব কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। সোমবার সকালে সীমান্ত পাবলিক স্কুল মিলনায়তনে আয়োজিত এ সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ। ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল খাদেমুল বাশারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক দেওয়ান গোলাম রসুল সাকলায়েন বক্তব্য রাখেন। চলতি বছর সীমান্ত পাবলিক স্কুল থেকে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ২৬৪ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার সাদাত আবু মোঃ ফুয়াদ স্কুল চত্বরে গাছের চারা রোপন করেন। একই সাথে ১৬ বিজিবি অধিনায়ক, স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ একযোগে গাছের চারা রোপন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.