আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ’র পত্নীতলায় বিজিবি’র রংপুর রিজিয়ন পর্যায়ে আন্ত:ব্যাটালিয়ন উশু প্রতিযোগিতা ১৮ অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত ১৪ বিজিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত এই উশু প্রতিযোগিতায় বিজিবি রংপুর রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের উশু প্রতিযোগিরা অংশগ্রহন করেন।
গত বুধবার বিকেলে ১৪ বিজিবি’র গ্রাইন্ডে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় ৮টি স্বর্ন, ৪টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নওগাঁ’র পত্নীতলায় অবস্থিত ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ১টি স্বর্ন, ২টি রৌপ্য ও ১টি তা¤্র পদক পেয়ে রানার আপ হয়েছে কুড়িগ্রামে অবস্থিত ২২ বর্ডার গার্ড ব্যাটালিযন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন রংপুর রিজিওেেনর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান বিএসসি, এনডিসি, পিএসসি।
১৪ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মো. খিজির খান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ পিএসসি, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনিসুর রহমান, ২২ বিজিবি’র অধিনায়ক ও রংপুর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওছার, ৫০ বিজিবি’র অধিনায়ক ও ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ হোসেন, নওগাঁস্থ ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্নেল খাদেমুল বাশারসহ সকল ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।
একটি মন্তব্য পোস্ট করুন