ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে এক গৃহবধু মারা গেছে। জানা গেছে, উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত রুপনারায়ণপুর গ্রামের মাজেদ রহমানের স্ত্রী লিপি খাতুন (২৮) প্রতিদিনের ন্যায় গত বুধবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে একটি বিষধর সাপ লিপি খাতুনের বাম কানে কামড় দেয়। তাৎক্ষনিক লিপি ও তার স্বামী সাপটিকে মেরে ফেলে। রাতে স্থানীয় ওঝা দ্বারা ঝারা ফুক দিয়ে রোগির শরীর থেকে বিষ নামিয়ে দেয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে রোগির অবস্থা খারাপ হলে ভোরে রোগিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়া হলেও ওই সাপের ঔষধ না থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। লিপি খাতুন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন