নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেলে আটকিয়ে রাখার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২ টায় শহরের বাটার মোড় থেকে জেলা বিএনপির উদ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নের্তৃত্বে বের হয়ে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম বেলাল ও নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আযম ভিপি রানা, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বুলেট, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক জেড.এইচ.খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ, সাধারন সম্পাদক শফিউল আযম টুটুল প্রমূখ।
বক্তারা দলের সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও আওয়ামীলীগ সরকারের পতন করে নিরপেক্ষ নির্বাচনের দাবী জানানো হয়। সমাবেশে জেলা বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget