রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: ‘স্বয়ংসম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ১৮-২৪ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় কর্মরত সকল মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাকসুদুর রহমান, অফিস সহকারি মো: আব্দুল হাকীম, মো: আজিজুল ইসলাম প্রমুখ। সভায় সাত দিন ব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচিসহ উপজেলার মৎস্য সম্পর্কিত সকল তথ্য উপস্থাপন করা হয়। সাত দিন ব্যাপী এই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.