ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের ৩টি ব্যাংক চলতি অর্থ বছরে প্রায় কোটি টাকা মুনাফা করেছে। জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত সোনালী ব্যাংক লিঃ,জনতা ব্যাংক লিঃ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অন্য বছরের তুলনায় এবার বেশি মুনাফা করেছে। এব্যাপারে সোনালী ব্যাংক লিমিটেড ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো.ফজলে রাব্বী বলেন, ১জানুয়ারী থেকে ৩০ জুন পর্যন্ত তার শাখা ৬৯ লক্ষ ৯৫ হাজার টাকা নিট মুনাফা করেছে। জনতা ব্যাংক লিমিটেড ধামইরহাট শাখার ব্যবস্থাপক মো.আব্দুল খালেক বলেন,এবার ধামইরহাট শাখা ২৬ লক্ষ ৪৭ হাজার ৪শত ৬০ টাকা মুনাফা অর্জন করেছে। অপরদিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ধামইরহাট শাখা ব্যবস্থাপক মো.মুজতবা মাহফুজুল হক খান বলেন,জুলাই-২০১৭ থেকে জুন-২০১৮ পর্যন্ত তার শাখা ১০ লক্ষ ৪ হাজার ৩শত ৩২ টাকা নিট মুনাফা করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন