বেনাপোল পুটখালি সীমান্ত থেকে ৫০ হাজার ইউএস ডলারসহ যুবক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ৫০ হাজার ইউএস ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।


শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল পুটখালী খোলসী বাজার থেকে পুটখালী বিওপির সদস্যরা এ ডলারসহ তাকে আটক করেন। আটক আক্তারুল ইসলাম পুটখালী পশ্চিম পাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। এসময়ে বিজিবি সদস্যরা আক্তারুলের ব্যবহৃত মটররসাইকেলটিও আটক করেন।


খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার পুটখালী খোলসীবাজারে অভিযান চালিয়ে আক্তারুলকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৫০ হাজার আমেরিকান ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডলারের বাংলাদেশী মুদ্রা মান ৪২ লাখ টাকা । দুপুরে আটককৃতের নামে অর্থপাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget