নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ছনিয়া ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম গোলাম সারওয়ার, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্মকর্তা মো: তিতুমীর হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, জেলা পরিষদ সদস্য মো: আব্দুল মান্নান প্রমুখ। তিন ব্যাপী এই মেলায় ১৫টি ষ্টল অংশগ্রহণ করছে। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget