নওগাঁর রাণীনগরে গ্রামপুলিশ-প্রতিবন্ধীদের মাঝে সাইকেল-হুইল চেয়ার বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এস.আর (১%) এর অর্থায়নে গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ১নং খট্টেশ^র রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ এই বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করার আয়োজন করেন।


১নং খট্টেশ^র রাণীনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।


এ সময় সদর ইউনিয়নে কর্মরত ১০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল ও ২২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম চাঁদ, রাণীনগর মহিলা কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, বান্দাইখাড়া টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রহমান রিজভীসহ সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget