মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: যুবমহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবমহিলালীগ জেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু সহ জাতীয় নেতার প্রতিকৃতে পুস্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
জেলা যুবমহিলালীগের সভাপতি নাতিশা আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবমহিলালীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার শিল্পী, সদস্য কামরুনাহার লিপি, ঢাকা মহানগর যুবমহিলালীগের যুগ্ন সম্পাদক উছমিন আরা লিপি, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা আ:লীগ নেতা ইলিয়াছ তুহিন রেজা, পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, যুৃগ্ন সাধারন সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক জামেদ আলী, জেলা কৃষক লীগের সভাপতি জামেদ আলী, জেলা যুবমহিলালীগের সহ-সভাপতি নিভা আকতার ও রিনা বেগম, সাংগঠনিক সম্পাদক পারুল বেগম, সদস্য মৌসুমি সুলতানা শান্ত, পৌর যুবমহিলালীগের আহব্বায়ক লাবনী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও সংবাদ:- নওগাঁয় যুব মহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
একটি মন্তব্য পোস্ট করুন