নওগাঁর মহাদেবপুরে বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের শিকার, এক কিশোর আটক

রাসেল নওগাঁ : নওগাঁর মহাদেবপুরের জন্তইল গ্রামের বাক্কার আলীর মেয়ে বুদ্ধি প্রতিবন্ধি বেবী খাতুন (২২) ধর্ষণের শিকার হয়ে গর্ববতি হয়েছে। এঘটনায় ওই মেয়ের খালা মর্জিনা বেগম বাদী হয়ে মহাদেবপুর থানায় নাইমুল হাসান দুখু (১৫) নামের এক কিশোরকে বিবাদী করে মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানাযায়, ওই বুদ্ধি প্রতিবন্ধি মেয়ের প্রতিবেশি সাবেক ইউপি সদস্য আনিছুর রহমানের ছেলে নাইমুল হাসান দুখু দীর্ঘদিন ধরে বেবীকে ধর্ণষ করে আসছে। এর ফলে বেবী গর্ববতি হয়ে পড়ে। মামলা প্রেক্ষিতে বিবাদী নাইমুল হাসানকে গত মঙ্গলবার রাতে আটক করেন পুলিশ। স্থানীয়রা জানান, বেবী খাতুন ছোট থেকেই বুদ্ধি প্রতিবন্ধি। তার পারিবারে তেমন কোন অভিভাবক না থাকায় বেবী রাত বিরাত বাহিরে থাকতো। এবং বিভিন্ন অনুষ্ঠান ও মেলাতে বেবী দিন রাত থাকতেন। বাড়ি থেকে বের হয়ে দুই তিন দিন বিভিন্ন জয়গাতেও থাকতো। এর কারনে তিনি কোথায় ধর্ষিত হয়েছে তা সঠিক বলা সম্ভব হচ্ছে না। আর সে বুদ্ধি প্রতিবন্ধি হওয়ায় এক এক বার এক এক জনের নাম বলছে। এমনকি তার বাবার নামও বলেছে বেবী খাতুন।
এবিষয়ে মামলার দায়িত্ব প্রাপ্ত এস আই আবু রায়হান সরদার বলেন, বেবী খাতুন নামে একজন বুদ্ধি প্রতিবদ্ধি মেয়ে ধর্ষণের ফলে গর্ববতি হওয়ায় তার খালা মার্জিনা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আসামীকে দুখুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget