মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সদস্যরা বুধবার সকালে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসিডিল সহ আকাশ মাতব্বর (২১)নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের ইউনুচ আলীর ছেলে।
বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মনির হোসেন জানান , গোপন সংবাদে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে গাতিপাড়া মাঠে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সহ সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০০বোতল ফেনসিডিলসহ আকাশ মাতব্বর কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন