নওগাঁ প্রতিনিধিঃ স্মৃতি চারন, কবিতা আবৃত্তি, গান ও কেক কাটার মধ্যে দিয়ে নওগাঁয় উদযাপন করা হলো আবৃত্তি পরিষদ নওগাঁ (আপন) এর ৩১ তম বর্ষপূর্তি উৎসব। সংগঠনের উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারন সদস্য ও আমন্ত্রিত অতিথি বৃন্দের আগমনে মিলন মেলায় পরিনত হয়েছিল রবিবার সন্ধ্যায় নওগাঁ বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মিলনায়তন। প্রফেসর শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আবৃত্তি পরিষদ নওগাঁ এর সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ, এসময় উপস্থিত ছিলেন এ্যাড. ডি.এম আব্দুল বারী, কায়েশ উদ্দীন, এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, মেসাদ্দেক হোসেন, আব্দুস সাত্তার মন্ডল, ফরিদুল করিম, রফিকুদ্দৌলা রাব্বী, বিন আলী পিন্টু, শরিফুর রহমান, এম.এম রাসেল, এ্যাড. রেজাউল বাসার মতি, নুরুন নাহার সুষমা সাথি, তৌফিক মোল্লা সেতু, তাসলিমা ফেরদৌস, নওরিন, মায়া, অসীম, শিবনাথ, পূজা, সরোজ, রুপস প্রমূখ। সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন