নওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নেচে গেয়ে সান্তাল হুল দিবস পালন করল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নেচে গেয়ে ১৬৩তম সান্তাল হুল দিবস পালন করেছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পারগানা বাইসির আয়োজনে এবং কারিতাসের আলোঘর প্রকল্পেরের সহযোগিতায় উপজেলা সদরে মহান সান্তাল হুল দিবসের র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলানওগাঁর ধামইরহাটের আদিবাসীরা নেচে গেয়ে সান্তাল হুল দিবস পালন করল অডিটোরিয়ামে এ উপলক্ষে উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরমের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো.দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম,আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার,ফাদার কর্ণেলিউস মুরমু,কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক দিপক এক্কা, বৈদ্যনাথ কর্মকার,সাবেক ইউপি সদস্য রামজনম রবিদাস,জিল্লু মার্ডী, নরেন হাঁসদা,রবিন কিস্কু,সুরেস উরাও,নারী নেত্রী ইমেলদা মারার্ন্ডী,নগেন মুরমু,জোনাস হেম্ব্রম,কুরশীদ পাহান,প্রদীপ আগারওয়াল প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget