আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার সরকারী কলেজে নবীন বরন উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে নবাগত ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়।
রবিবার বেলা ১২টায় কলেজ ক্যাম্পাসে নবীনদের শুভেচ্ছা জানিয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলা ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ,উপজেলা ছাত্রলীগ নেতা মশিউর রহমান সজল, সান্তাহার পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মুন্না,সাধারন সম্পাদক মেহেদী হাসান রিগান, কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু,একরামুল হক শুভ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আহসান হাবীব জয়, সাব্বির হোসেন রাতুল, রাহুল রায় আকাশ, আলামিন শেখ শান্ত, রিদয়, সাইদুল, বাপ্পী,মিরাজসহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
একটি মন্তব্য পোস্ট করুন