জয়পুরহাট: জয়পুরহাটে এক হাজার পিস ভারতীয় নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ মোহন হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত সোমবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জামতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহন হোসেন সদর উপজেলার বালিয়াতর গ্রামের সায়েম হোসেনের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, সোমবার সন্ধ্যায় জামতলী এলাকায় প্যাথেডিন ইনজেকশন বেচাকেনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার পিস প্যাথেডিন ইনজেকশনসহ একজনকে আটক করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন