ঠাকুরগাঁও পৌরসভার প্রস্তাবিত বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ২০১৮-২০১৯ অর্থ বছরে ঠাকুরগাঁও পৌরসভায় প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাংবাদিকদের সাথে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।


বাজেট সভায় পৌরসভার প্রস্তাবিত বাজেট সাংবাদিকদের পড়ে শোনান, পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন।


এ সময় পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, এসএম শাহাজান সাজু, আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান খান, শাহীন ফেরদৌস, কামরুল ইসলাম রুবায়েত, রবিউল এহসান রিপন, জাতীয় দৈনিক  ভোরের ধনী পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরোচীফ জানে আলম শেখ ,ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এবার ঠাকুরগাঁও পৌরসভার বিভিন্ন কর্মপরিকল্পনা ও পৌরসভার উন্নয়নে রাজস্ব খাতে মোট ৩৪ কোটি ৫ লাখ ৭৮ হাজার ১শ’ ২৭ টাকা আয় এবং ৩৩ কোটি ৯৬ লাখ ৮৮ হাজার ৫’শ ৩০ টাকা ১৬ পয়সা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে উন্নয়ন হিসাব ২ কোটি ৩০ লাখ আয় ও ২ কোটি ৩০ লাখ ৮০ হাজার ব্যয় ধরে নতুন বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব শেষে বাজেট সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget