সান্তাহার সওজ বিভাগের নির্বাহি প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তদন্ত

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আদমদীঘির সান্তাহার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহি প্রকৌশলী শফিকুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা বিপুল সংখ্যক সরকরী গাছ কেটে বিক্রি, অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ ফের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে সড়ক পরিবহন, মহাসড়ক বিভাগ ও সেতু মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মাদ ফারুক হোসেন এই অভিযোগ তদন্ত করেন। আদমদীঘির সান্তাহার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহি প্রকৌশলী শফিকুল ইসলামের বিরুদ্ধে সওজ চত্বরে অবস্থিত বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছ অনুমোদন ছাড়াই বিক্রি করে অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম ও দূনীতির অভিযোগে সান্তাহার সওজ কারখানা বিভাগের আব্দুল মান্নানসহ ১০জন ঠিকাদার গত ১০ ফেব্রæয়ারী একটি লিখিত অভিযোগ প্রধান মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রনালয় ও প্রধান প্রকৌশলী বিভাগের নিকট দাখিল করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত ৯ মার্চ তার বিরুদ্ধে প্রথম তদন্ত অনুষ্ঠিত হয়। ওই তদন্তের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গতকাল রবিবার ফের সরজমিনে তদন্ত অনুষ্ঠিত হলো। তদন্তকালে বিভিন্ন ব্যক্তির জবানবন্দী গ্রহন করা হয়েছে। এসময় অভিযুক্ত সান্তাহার সওজ কারখানা বিভাগের নির্বাহি প্রকৌশলী শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা। তদন্ত শেষে উপসচিব মোহাম্মাদ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত রির্পোট সংশ্লিষ্ট বিভাগে প্রেরন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget