নওগাঁর নিয়ামতপুরে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুল ছাত্রী। শুক্রবার ভোর রাতে শয়ন ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং সে দশম শ্রেনীর ছাত্রী। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোন সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে শুক্রবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।


ওসি আরো বলেন, পরিবারের উপর অভিমান বা জেদের বসবতি হয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তপ‚র্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget