অবশেষে শ্যুটিংয়ে নামছেন অভিনেতা বরুন ধাওয়ান এবং ক্যাটরিনা কাইফ৷ পরিচালক রেমো ডি’সুজার আপকামিং মুভি ‘কার্টেন রাইসার’-এর প্রি-প্রোডাকশনের কাজ আপাতত শেষের দিকে৷ খুব শিগগিরি শুরু হবে শ্যুটিং জানালেন কোরিওগ্রাফার এবং পরিচালক রেমো৷
একটি সাক্ষাৎকারে রেমো জানান, “এই সিনেমাটা আমার কেরিয়ারের প্রথম ডান্স ওরিয়েন্টেট প্রজেক্ট৷ খুব আশাবাদী ছবিটি নিয়ে৷ শ্যুটিং শুরু হবে এবছরের শেষ থেকে৷ আপাতত আগামী মাস থেকে বরুন, ক্যাটরিনা এবং প্রভু দেবাকে নিয়ে ওয়ার্কশপ শুরু হবে৷ তবে ওয়ার্কশপটা একটু সময় নিয়ে করার ইচ্ছা রয়েছে আমার৷ তাই শ্যুটিং সিডিউল এবছরের শেষের দিকে করতে হয়েছে৷” প্রসঙ্গত, ২০১৯-এ বড়সড় চমক নিয়ে আসতে চলেছেন বরুন, ক্যাটরিনা এবং প্রভু দেবা জুটি৷ ফোর ডি ফরম্যাটে ভারতের সবথেকে বড় ড্যান্সিং সিনেমা নিয়ে আসতে চলেছেন রেমো৷ যেখানে মুখ্যচরিত্রে রয়েছেন এই তিন অভিনেতা৷ এই প্রথম বরুন ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই হটডিভা ক্যাটরিনা কাইফ৷ ছবিতে দুজনে বরুণের লাভ ইন্টারেস্ট দেখা থাকবে ক্যাটের ওপর, এমনটাই জানালেন পরিচালক৷
আপাতত রেমো ডি’সুজা ব্যস্ত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রেস থ্রি নিয়ে৷ চলতি বছরের ঈদে মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ছবি এই ছবিটি৷ সিনেমাতে তিনি ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিমের মতো অভিনেতারা৷ ইতিমধ্যে ‘রেস থ্রি’-র নয়া গান এবং ট্রেলার মুক্তি পেয়ে গেছে৷ তবে মুক্তির পর বেশ সমালোচিত হতে শুরু করে দিয়েছিল ট্রেলার এবং গান৷ অনেকের মতেই সিনেমাটির তৃতীয় পর্বটি ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’ থেকে টোকা হয়েছে৷ পাশাপাশি ট্রোলারদের কাছে হাসির খোড়াকও হয়ে গিয়েছে দাবাং খানের আপকামিং ছবিটি৷ ট্রেলারে সব অবাস্তব জিনিস দেখানো হয়েছে বলে মিমি বানানো হয়েছে৷ পাশাপাশি অভিনেত্রী ডেইজি শাহর ডায়লগ নিয়ে শুধু নেটিজেনরাই নন, একাধিক বলি সেলেবরা জোক করতে শুরু করে দিয়েছে৷
পাশাপাশি সলমন সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানালেন তাঁর স্বপ্নের কথা৷ অভিনয়, প্রযোজনা, বিং হিউম্যানের প্রতিষ্ঠাতা, গান করা, গান লেখা, সঞ্চালনার পর এবার সলমন খান হতে চাইছেন প্রেক্ষাগৃহের মালিক৷ সারা ভারতে নির্মান করতে চান সলমন টকিজ নামে একটি থিয়েটার চেন৷ তবে শুধুমাত্র বানিজ্যিক লাভের জন্যেই নয় বরং এর পেছনে রয়েছে একটি মহান কারণ৷ অভিনেতা জানান, এই থিয়েটারে অবাধে ঢুকে ছবি দেখতে পারবে সমাজের পিছিয়ে পড়া শিশুরা। কোন বাচ্চাদের জন্য কোন টিকিট লাগবে না।
একটি মন্তব্য পোস্ট করুন