মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের নাভারনে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সুমি (২৮) নামে এক তরুনী। শুক্রবার সকাল ১০ টার সময় নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার উপর মোটর সাইকেলের পিছন থেকে পড়ে যায়। সুমি নড়াইল জেলার এড়েন্দা গ্রামের কছিম উদ্দিনের মেয়ে।
নাভারন হাসপাতাল সুত্র জানায় সুমি ইন্ডিয়ায় যাওয়ার জন্য তার ভায়ের মোটর সাইকেলে বেনাপোলে যাওয়ার পথে নাভারন পুলিশ ফাঁড়ির সামনে রাস্তার ষ্ট্রিটব্রেকার পার হতে যেয়ে মুখ ছাপড়া দিয়ে পড়ে যায়। এতে তার মাথার সামনের অংশ দুইটি দাত দুই হাত ও গালের একপাশ কেটে গুরুতর আহত হয়।
সুমির ভাই হাবিবর রহমান জানায় সুমির আরো উচ্চ চিকিৎসার জন্য নাভারন হাসপাতাল থেকে তাকে দ্রæত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হবে।
নাভারন পুলিশ ফাড়ির এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন