আফগানিস্তান দলের কাছে পাত্তা পেল না বাংলাদেশ

সিরিজ শুরুর আগে আফগানদের ফেভারিটের তকমা দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার কার্যক্ষেত্রেও তাই ঘটল। আফগানিস্তান এ দলের বিপক্ষেই বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। অথচ দলে তামিম ছাড়া স্কোয়াডের প্রধান সব খেলোয়াড়ই ছিলেন।


শুক্রবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের বেঁধে দেওয়া ১৪৫ রানের টার্গেটে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা।


ওপেনিংয়ে আবার ব্যর্থ সৌম্য সরকার। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে হোঁচট খেল বাংলাদেশ। সৌম্যের আউটের পরে দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২৭ রানে আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন মাহমুদউল্লাহ। তিনিও দ্রুত ফিরে গেলে আরো বিপদে পড়ে বাংলাদেশ। পরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান সংগ্রহ করে।


১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ রক্ষণাত্মক খেলতে থাকেন আফগানরা। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি ভেঙে দেন ওপেনিং পার্টনারশিপ। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় পড়ে আরো একটি উইকেট, নেন আবু হায়দার রনি। এরপর আর বাংলাদেশের বলার মতো কিছু নেই। শেষে ১৭ ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।


এ হার একটি বিশেষ বার্তাও বটে বাংলাদেশের জন্য। আগামী ৩ তারিখ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দেরাদুনে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। এই হারের ক্ষত সেদিন না ভোগালেই হলো। কিন্তু তরুণ এই আফগানিস্তান অত্যন্ত শক্তিশালী। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বাংলাদেশের থেকে আফগানিস্তান এগিয়ে। সব মিলে বাংলাদেশের জন্য এই সিরিজ এক কঠিন পরীক্ষা। সেটা বলে যেতেই পারে।

লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget