নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের লখাইজানিতে একুশে পরিষদের আযোজিত শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার (১৮ জুন) বিকেল ৪টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এর শুভ উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার ইকাল হোসেন।
লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, প্রফেসর শরিফুল ইসলাম খান, বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এম এম রাসেল, আজিজুর রহমান স্বপন প্রমুখ।
শহিদ পুলিশ সুপার নজমুল স্মৃতি গাদল প্রতিযোগিতা শুরুতে শহিদ নজমুল হকের অত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহিদ নজমুল হকের সংক্ষিপ্ত জীবনী পড়ে শুনান একুশে পরিষদ নওগাঁর সহ-সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল রাফি সরোজ।
৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১৬ টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিনে ৮টি দল অংশগ্রহণ করে। আগামী ২২ জুন ফাইনাল খেলার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে।
একটি মন্তব্য পোস্ট করুন