ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আওয়ামীলীগ ও বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আ’লীগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোল এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। অন্যদের মাঝে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন,সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাস,জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান হোসেন,পৌর মেয়র আমিনুর রহমান,পৌর আ’লীগের সম্পাদক মুক্তাদিরুল হক,আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার,আজাহার আলী মন্ডল,সহকারী অধ্যাপক আনম আফজাল হোসেন প্রমুখ। অপরদিকে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে থানা ও পৌর বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক সাবেক এমপি সামসুজ্জোহা খান। থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মাহবুবার রহমান চৌধুরী চপলের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আবু বক্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক,সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু,শহীদুল ইসলাম সরকার, মহিলাদল নেত্রী বেলী খাতুন,সেলিনা খাতুন, যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম মুসা, বিএনপি নেতা মাহফুজার রহমান চৌধুরী রুবেল, ছাত্রদলের আহবায়ক রুহেল হোসেন সুমন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন