সান্তাহারে দুই মাদকসেবীকে ৩৪ ধারায় আদালতে প্রেরন করায় তোলপাড়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ গত বুধবার রাতে ইমরান ও মাহবুব নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করার পর তাদের মাদক মামলায় গ্রেফতার না দেখিয়ে পুলিশ আইন ১৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানায়, গত বুধবার সান্তাহার ফাঁড়ির পুলিশ জোড়াপুকুর নামকস্থানে মাদক সেবনের সময় ইমরান ও মাহবুব নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের গতকাল বৃহস্পতিবার মাদক সেবন আইনে আদালতে প্রেরন না করে ১৩৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়। এদিকে মাদক বিরোধী অভিযানের সময় তাদের মাদক আইনে আদালতে প্রেরন না করে অন্য ধারায় প্রেরন করায় এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget