মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: শার্শা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী জব্দ করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (বিজিবি)।
বিজিবি সূত্রে জানাযায়, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১০ জুন ২০১৮ তারিখ বিকালে আমড়াখালী চেকপোষ্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বেনাপোল হতে যশোর গামী লোকাল বাস তল্লাশী করে সীটের নিচে হতে পরিত্যাক্ত অবস্থায় ০২ টি বস্তার মধ্যে থাকা বিপুল পরিমাণ ইমিটেশন জুয়েলারী আটক করা হয় যার আনুমানিক সিজার মূল্য ২০ লক্ষ টাকা।
আটককৃত ইমিটেশন জুয়েলারী গুলো বেনাপোল কাস্টমস এ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন