ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো সেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ অভিযান


হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গড়েয়া ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।


ঠাকুরগাঁও জেলায় এই প্রথম আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের নতুন সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।


সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, স্বেচ্ছাসেবক লীগ হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন। এই সংগঠনের কার্যক্রমকে তরান্বিত করতে আমরা নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি। যারা স্বাধীনতা পক্ষের সৈনিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত তাদেরকে আমরা স্বেচ্ছাসেবক লীগে সম্পৃক্ত করছি। কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন; এ নির্বাচনে আওয়ামী লীগের পাশে থেকে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য মাঠে থাকবে স্বেচ্ছাসেবক লীগ।


উদ্বোধন শেষে গড়েয়া ডিগ্রী কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নেওয়াজ কাদির শাকিল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জিএম সিরাজি মিজান, দপ্তর সম্পাদক আফরোজ মাহফুজ বিপু, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিন মদক, গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম আহ্বায়ক রনতু, দিনার প্রমুখ।


অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget